আজকাল ওয়েবডেস্ক: দুই নাবালিকাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র নিয়ে গিয়েছিলেন দুই মহিলা। তাদের একজন কোনওক্রমে বাড়ি ফিরে আসে। ওই নাবালিকা যা জানিয়েছে, তাতে অসমে হদিশ মিলেছে বড় মানব পাচার চক্রের, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
ঘটনা প্রসঙ্গে কাছার পুলিশ জানিয়েছে, কাছার জেলার গুমরাহ টি এস্টেটের তালকার গ্রান্টের বাসিন্দা ২৪শে জানুয়ারি কালাইন থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে ব্যক্তি জানিয়েছিলেন, রূপালী দত্ত এবং গঙ্গা গাঞ্জু নামে দুই মহিলা তাঁর মেয়ে এবং তাঁর প্রতিবেশীর মেয়ে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছে অন্যত্র। কিন্তু কোথায় নিয়ে গিয়েছে, জানে না পরিবার।
এসবের মাঝেই কোনওরকমে পালিয়ে আসেন প্রতিবেশী-কন্যা। ফিরে এসেই সে জানিয়েছে বিস্ফোরক তথ্য। কী বলছে নাবালিকা? সূত্রের খবর, ট্রেনে করে কোনওরকমে ফিরে এসে সে জানিয়েছে, দুই মহিলা চাকরির প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। জোর করে অপরিচিতদের সঙ্গে বিয়ে দেয়।
অসম পুলিশ সূত্রে খবর, রাজস্থান পুলিশের সহযোগিতায় দুই নাবালিকাকেই উদ্ধার করেছে তারা। রাজস্থান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে, খোঁজ চলছে ওই দুই মহিলার। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অসমে দিনে দিনে মানব পাচারের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। মূলত দরিদ্র পরিবারের মেয়েদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া এবং তারপর জোর করে অন্য কাজ করানো হচ্ছে বলে অভিযোগ।
